মুখোশ পড়া যে ব্যাক্তির সাথে হ্যালোইন পালন করলেন অপু-বিশ্বাস

November 01, 2025
By Sub Editor

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বেশ সরব। তার জমজমাট উপস্থিতি বোঝা যায় তার সোশ্যাল সাইটে নজর রাখলে। সবরকম উৎসব পালন করেন এই চিত্রনায়িকা। সেই ধারাবাহিকতায় হ্যালোইন উৎসব উদযাপন করতে দেখা গেছে তাকে।

প্রতি বছর ৩১ অক্টোবর নানা আয়োজনে হ্যালোইন উদযাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।


এর আগে ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন।

ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন অপু।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’
 
উল্লেখ্য, পশ্চিমের দেশগুলোতে অক্টোবরের শেষদিনে হ্যালোইন উৎসব ঘটা করে পালন হয়। কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই মিলিয়ন ডলারের ব্যবসা হয় এ উৎসবকে কেন্দ্র করে। এমনকি, যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে পৃথিবীর সবচেয়ে বড় হ্যালোইন প্যারেড হয়, যাতে হাজারো মানুষ যোগ দেন। এছাড়া বড় আলোকসজ্জা, আর বিরাট আয়োজনে আতশবাজি ফাটানো হয় অনেক দেশে। অনেক জায়গাতেই এ দিনে সরকারি ছুটি থাকে।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP