ভাত বাসি হয়ে গেলে ফেলে না দিয়ে কাজে লাগান রূপচর্চায়

By Sub Editor

কমবেশি সবার ঘরে প্রতিদিনই অল্প স্বল্প ভাত জমে যায়। আর সেই ভাত একদিন ফ্রিজে রেখে পরেরদিন আবার অনেকে ফেলেও দেন। তবে ফেলনা এই খাবার অর্থাৎ বাসি ভাত দিয়ে কিন্তু আপনি সহজেই ত্বকের যত্ন নিতে পারবেন।

অবাক করা বিষয় হলেও সত্যিই যে, বাসি ভাত দিয়ে রূপচর্চা করতে পারেন। ত্বকের যত্নে ভাত বেশ কার্যকরী ফলাফল এনে দিতে পারে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন-

ভাত-লেবুর রস ও অ্যালোভেরা জেলের ফেসপ্যাক

বাসি ভাত দিয়ে আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন বিশেষ এক ফেসপ্যাক। এক্ষেত্রে বাসি ভাত ব্লেন্ড করে সেই পেস্টে লেবুর রস আর অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই তিন উপাদান মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নিন।

ভাত-মধু আর মুলতানি মাটির প্যাক

বাসি ভাত ব্লেন্ড করে এর সঙ্গে মধু আর মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। মিশ্রণটি মুখে লাগান। কিছুক্ষণ পর ত্বকে সামান্য পানি নিয়ে একটু স্ক্রাব করে পরিষ্কার করে নিন। তারপর ধুয়ে ফেলুন মুখ।

দেখবেন ত্বক কোমল হবে আবার উজ্জ্বলতাও বাড়বে। এই মিশ্রণ কিন্তু প্রাকৃতিক ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ভাত একেবারে নষ্ট হয়ে দুর্গন্ধ ছাড়লে তা কিন্তু ত্বকে ব্যবহার করবেন না।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP