ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে সরকারি পলিটেকনিকে

February 12, 2025
By Sub Editor

এসএসসির প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ভর্তির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বর্তমান নিয়মে প্রথম পর্বের ভর্তিতে শিক্ষার্থীরা জিপিএ অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। 

কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাইছে কারিগরি বোর্ড।

কারিগরি বোর্ড কর্মকর্তারা জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিপিএ পদ্ধতির কারণে প্রকৃত মেধাবীরা ভর্তির সুযোগ পাননি। সবচেয়ে গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা পদ্ধতি বাদ দেওয়ায় মানসম্মত শিক্ষার্থী হারাচ্ছে ইনস্টিটিউটগুলো।

গত ডিসেম্বরে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনায় বসে কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি সংশ্লিষ্ট সব প্রস্ততি সম্পন্ন করে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়। অনুমোদন মিললেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনরায় চালু করবে কারিগরি বোর্ড।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এটা নিয়ে কাজ করা যাবে। বোর্ডের চিন্তা হলো আগামী সেমিস্টার থেকেই শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা নেওয়া।

চেয়ারম্যান আরও বলেন, কারিগরি শিক্ষাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। আগামীর বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি থাকলেও সে অনুযায়ী আমাদের জনশক্তি নেই। গত দেড় দশকে বিভিন্ন এমপি-মন্ত্রীদের প্রভাবে কারিগরি শিক্ষা ধ্বংসের মুখে। নতুন করে ঢেলে সাজানোর জন্য শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা গ্রহণের এ উদ্যোগ।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP