ব্যাটারীচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যু

November 21, 2024
By Sub Editor

পড়াশোনা শেষে বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় নিহত শিক্ষার্থী আফসানা করিম রাচির (২০)। অকালেই ঝরে গেছে প্রাণ, ঝরে গেছে তার স্বপ্ন। প্রিয় ক্যাম্পাস তাকে বিদায় জানিয়েছে, অশ্রুজলে বিদায় জানিয়েছেন তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা। বুধবার রাতে দাফন সম্পন্ন হয়েছে অকাল প্রয়াত এই শিক্ষার্থীর।

জানা গেছে, শেরপুরের নকলা উপজেলার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে রাচির দাফন। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী আফসানা রাচির স্বপ্ন ছিল, পড়ালেখা শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়ার। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাচিসহ তার পরিবারের সব স্বপ্ন মিশে গেছে পিচঢালা কালো রাস্তায়।

আফসানা রাচির বাবা ব্যবসায়ী রেজাউল করিম জানান, তার ৩ ছেলে ও ৩ মেয়ের মধ্যে রাচি সবার ছোট। তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ঢাকার গ্রিন রোডে বসবাস করলেও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় নিজের প্রতিষ্ঠিত কয়েকটি মাছের খামার পরিচালনা করেন। মাঝে-মধ্যে ময়মনসিংহ শহরের একটি বাসায় থেকে মাছের খামারগুলোর দেখভাল করেন তিনি। খোঁজ-খবর নিতে আসেন গ্রামের বাড়িতেও। তার ছোট মেয়ে রাচি ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচে (২০২৩-২৪ সেশন) ভর্তি হয়েছিলেন। রাচি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া আবাসিক হলে। কিছুদিন ধরে রাচির মা তার এক ছেলের সঙ্গে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

রাচির স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু তার সে স্বপ্ন কেড়ে নিল ঘাতক অটোরিকশা চালক। দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পাড়ি জমাতে হলো রাচিকে।

এর আগে বুধবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডির গ্রিন রোডে আফসানা রাচির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাচির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP