বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত সরকারের

December 09, 2024
By Sub Editor

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল, ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) চালু করাসহ চারটি বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল, পিএইচডি, ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম, ডুয়েল সেমিস্টার, ট্রাইসেমিস্টার চালুকরণ, ওয়ার্ল্ড র্যাংকিং, ক্রেডিট আওয়ারস ইত্যাদি সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়-১) নুরুন আখতারকে মনোনয়ন করা হয়েছে।

চলতি বছরের শুরুতে পিএইচডি চালুর বিষয়ে উদ্যোগ নেয় উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পর ইউজিসি একটি খসড়া নীতিমালা প্রণয়নের করতে ৬ সদস্যের একটি গঠন করে দেয়।

 
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP