বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক উন্মাদনায় মেতে উঠলো লিডবার্গ পরিবার

January 04, 2025
By Sub Editor

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সেবাদানকারী প্রতিষ্ঠান লিডবার্গ এডুকেশনের বার্ষিক 'কর্মপরিকল্পনা সভা ও পিকনিক-২০২৫' রাজধানী থেকে অদূরে গাজীপুরের মাটির মায়া রিসোর্টে গত ২রা জানুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির এই আয়োজনে লিডবার্গ এডুকেশনের সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও লিডবার্গ গ্রুপের অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানের সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীগন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের কর্মপরিকল্পনা সভায় লিডবার্গ গ্রুপের চেয়ারম্যান ও সিইও জনাব রাকিব হাসান সমাপনী বক্তৃতায় বলেন, বিগত বছরে লিডবার্গ এডুকেশন যেই কর্মপরিকল্পনা নির্ধারন করেছিল তা আমরা যথাযথভাবে পূরন করতে সমর্থ হয়েছি। আর এটি সম্ভব হয়েছে আপনাদের নিরলস পরিশ্রম ও একাগ্র মনোভাবের কারণে। আমার বিশ্বাস আজকের এই আয়োজন আপনাদের বিগত বছরের কাজের চাপ থেকে আপনাদের মনকে সতেজতা ও নতুন বছরে, নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগাবে। আশা করছি সবাই মিলে আমরা আজকে একটি সুন্দর দিন উপভোগ করবো।

তিনি আরো বলেন, সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে সবার মধ্যে যেন সম্প্রীতি,ভ্রাতৃত্ব,আন্তরিকতা বজায় রেখে আমরা যেন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারি সেটিই এবারের লক্ষ্য আমাদের।

সভা শেষে সকলের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পাশাপাশি সকলের আড্ডা, হাসি, খুনসুটিতে রিসোর্টটি লিডবার্গ গ্রুপের একটি মিলনমেলায় পরিণত হয়। এরপর সকলের জন্য বিশেষ আহারের ব্যবস্থা করা হয়।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP