সর্বশেষঃ Macbook Pro তে আসছে OLED ডিসপ্লে ও টাচস্ক্রীন
সর্বশেষঃ ঢাকা থেকেই আবেদন করা যাবে নেদারল্যান্ডসের শেনজেন ভিসা
সর্বশেষঃ উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে লিডবার্গ এডুকেশনের সফরে মি. লি ওয়েনহাও
সর্বশেষঃ মেয়েদের জন্য পুকুরে গোছল-কাপড় ধোয়া নিষিদ্ধ করলো তালেবান
সর্বশেষঃ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ,২০ বছরে পাসের হার সর্বনিম্ন
সর্বশেষঃ ইলেকট্রিক গাড়িতে আগুন, দরজা না খোলায় ভিতরে চালকের মৃত্যু
এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের কাছে হয়েছে হোয়াইটওয়াশ। শেষ ম্যাচে তো মাত্র ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের দল।
সমর্থকদের ধৈর্যের বাধ ভেঙেছে তাতেই। বুধবার দেশে ফিরে বাংলাদেশ দল পড়েছে সমর্থকদের তোপের মুখে। বিমানবন্দরে বাংলাদেশের ক্রিকেটারদের দুয়োধ্বনি দিতে থাকেন ক্ষুব্ধ সমর্থকরা। নাইম শেখ, তাওহিদ হৃদয়দের গাড়ির ওপর হামলেও পড়েছিলেন কয়েকজন।
ক্রিকেটারদের ওপর এমন আক্রমণ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। দেশের জন্য খেলতে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি মনে করেন অনেকে। আবার অনেকে সমর্থকদের এরই ক্ষোভকে স্বাভাবিকই বলছেন।
বিমাবন্দরে হেনস্তা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন নাইম শেখ। নাইম শেখ তার পোস্টে যা লিখেছেন তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘আসসালামু আলাইকুম।
আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না-আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।
হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে-এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়-কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।
কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।
ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক- লালসবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।
আমরা লড়বো, আবার উঠবো-দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।
ইনশাআল্লাহ।’
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP