ফিফা-২৬ বিশ্বকাপের বল 'ট্রায়োন্ডা' উন্মোচন

October 04, 2025
By Sub Editor

আন্তর্জাতিক ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ। আসরের ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। বলটির নাম রাখা হয়েছে ‘ট্রায়োন্ডা’ (TRIONDA)। নামটির স্প্যানিশ অর্থ ‘তিনটি তরঙ্গ’।

জার্মানির হার্জোগেনাউরাখ শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলটির নাম।

ফিফা ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়েছে, উজ্জ্বল লাল, সবুজ ও নীল রঙে সাজানো এই বল তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা জানায়। ‘ট্রায়োন্ডা’ শব্দটি স্প্যানিশ থেকে এসেছে, যার অর্থ ‘তিনটি তরঙ্গ’। 

ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, আর সেই ঐক্যের প্রতীক হিসেবেই নামকরণ করা হয়েছে এই বলের।

বলটির ডিজাইনে বিশেষ চার-প্যানেলের গঠন ব্যবহার করা হয়েছে। এটি বলের উড়ন্ত গতিপথকে স্থিতিশীল রাখে। পাশাপাশি খোদাই করা আইকন ভেজা বা আর্দ্র অবস্থায় কিক ও ড্রিবলিংয়ের সময় বাড়তি গ্রিপ দেয়। কানাডার প্রতীক ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা এতে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সোনালি অলংকরণ বিশ্বকাপ ট্রফির প্রতি শ্রদ্ধা জানায়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বল এসে গেছে এবং এটি অসাধারণ! আমি ট্রিওন্ডা উপস্থাপন করতে পেরে খুশি ও গর্বিত।

অ্যাডিডাস আরেকটি আইকনিক ফিফা বিশ্বকাপ বল তৈরি করেছে, যার নকশা আগামী বছরের আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য এবং আবেগকে প্রতিফলিত করছে। আমি অপেক্ষা করতে পারছি না এই সুন্দর বলটিকে জালে ঢুকতে দেখার জন্য। সর্বকালের সেরা ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP