প্লেয়ারদের বোনাসের একটি অংশ জোটার পরিবারকে দিবে চেলসি

August 14, 2025
By Sub Editor

গত মাসে যুক্তরাষ্ট্রে নতুন রূপে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে চেলসি। এ ট্রফি জয়ের মাধ্যমে সব মিলিয়ে প্রায় ৮৪.৪ মিলিয়ন পাউন্ড অর্থপুরস্কার জেতে ইংলিশ ক্লাবটি।

 
দলকে আকর্ষণীয় ও মূল্যবান এ শিরোপা জেতানোর জন্য ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড় ও স্টাফদের জন্য ১১.৪ মিলিয়ন পাউন্ডের বোনাস ঘোষণা করা হয়। যেখানে প্রত্যেকের পকেটে ঢুকবে প্রায় ৪ লাখ পাউন্ড করে।
 
এবার ক্লাবটি ঘোষণা দিয়েছে, বোনাসের একটি অংশ তারা তুলে দেবে জোটার পরিবারকেও। গত ৩ জুলাই স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল তারকা জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। তিনিও একজন ফুটবলার ছিলেন। এদিকে চেলসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবল সমর্থকরা।
 
জোটার সঙ্গে চেলসির কোনো সম্পর্ক না থাকলেও তার প্রয়াণে শোকাহত চেলসি। বিশেষ করে চেলসির খেলোয়াড় পেদ্রো নেতো ছিলেন জোটার জাতীয় দলের সতীর্থ। একইসঙ্গে তারা উলভসেও খেলেছিলেন। জোটার মৃত্যুতে নেতো বেশ ভেঙে পড়েছিলেন। ক্লাব বিশ্বকাপের আগে এ ঘটনায় তার পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে মনে করে চেলসি কোচ এনজো মারেস্কা নেতোকে প্রয়োজনে বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু তিনি মাঠে নেমেছেন এবং বন্ধুকে স্মরণ করেছেন। খেলা চলাকালে অনেক ফুটবলারও তাদের গোল উদযাপনে জোটাকে স্মরণ করেছিলেন।
এদিকে গত মাসেই লিভারপুল তাদের প্রয়াত খেলোয়াড়ের স্মরণে আজীবনের জন্য জোটার ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে। পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে তার পরিবারের পাশেও দাঁড়িয়েছে
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP