প্রথমবারের মতো জাতীয় পুরষ্কার পেলেন শাহরুখ খান

August 02, 2025
By Sub Editor

ঘোষণা করা হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুরু হয় পুরস্কার ঘোষণা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। ফিচার ও নন-ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।   

 

এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান অভিনয় গুণে মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্য দিয়ে ৩৩ বছরের অধরা স্বপ্নপূরণ হলো—

এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা—
সেরা ফিচার ফিল্ম: টুয়েলভথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা অভিনেত্রী: রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP