সর্বশেষঃ রাত জেগে মোবাইল টেপা বন্ধ করবেন যেভাবে

প্রকাশিত হয়েছে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল

April 15, 2025
By Sub Editor

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১২ এপ্রিল)। খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশিত হবে। সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, আমরা আজকে ফলাফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এদিন কেন্দ্রীয় কমিটির উপাচার্যরা বাকৃবিতে আসবেন এবং রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন। স্বাক্ষর সম্পন্ন হলেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।

এবারের ভর্তি পরীক্ষায় সারা দেশে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো—বাকৃবিতে ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫। 

এ ছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP