সর্বশেষঃ কাশ্মীরে এলওসি সীমারেখায় পাক-ভারত সেনাদের গুলি বিনিময়
সর্বশেষঃ পাকিস্তানের পাশে থাকার ঘোষনা খালিস্তান নেতার
সর্বশেষঃ গুচ্ছের সি ইউনিটের ফল প্রকাশিত হবে আজ
সর্বশেষঃ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)
সর্বশেষঃ এই গরমে মানসিক চাপ থেকে বাচঁতে খেতে পারেন যেসব খাবার
সর্বশেষঃ গুজরাটে ১ হাজার বাংলাদেশী গ্রেপ্তার
চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের চলমান চরম উত্তেজনায় ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা ‘খালিস্তান আন্দোলনের’ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে খালিস্তান আন্দোলনের এই নেতা বলেছেন, ‘‘তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না।’’
যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক ভিডিও বার্তায় শিখ এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন বলেন, ‘‘আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না।’’
শিখ-সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে খালিস্তান আন্দোলনের নেতা বলেন, সংখ্যালঘুদের—বিশেষ করে শিখদের প্রতি নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। তিনি ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘‘এটা ১৯৬৫ কিংবা ১৯৭১ নয়; এটা ২০২৫।’’
খালিস্তান আন্দোলনের এই নেতা পাকিস্তানের নামের অর্থেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘দেশটির নাম ‘পাকিস্তান’, যা বিশুদ্ধতার ইঙ্গিত দেয়। এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনই আক্রমণ শুরু করি না। আমরা কখনও তা করবও না।’’
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, ‘‘আক্রমণকারীরা বেঁচে থাকেন না। আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ হোন না কেন।’’
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP