পরীক্ষা দিলেন সাকিব, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে

December 03, 2024
By Md. Rakib Hasan

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎড়াতে হবে তাকে। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব। 

গণমাধ্যম বলছে, গতকাল (সোমবার) বার্মিংহ্যামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন টাইগার অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট চার ওভার বোলিং করেন। জানা গেছে, প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন তিনি। তবে শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

শিগগিরই পরীক্ষার ফল জানা যেতে পারে। সাকিব অবশ্য নিজের বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী। প্রসঙ্গত, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। এই বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোন বাধা থাকবে না সাকিবের।

- ঢাকা পোস্ট অনলাইন 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP