সর্বশেষঃ মধ্যবিত্তদের জন্য কম বাজেটের ফ্ল্যাগশিপ ফোন আনলো স্যামসাং
সর্বশেষঃ সম্পর্কে থাকা অবস্থায় সঙ্গীর চিটিং — ধরবেন যেভাবে
সর্বশেষঃ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
সর্বশেষঃ ইন্দোনেশিয়ায় স্কুল ধ্বসে মৃতের সংখ্যা ৫৪
সর্বশেষঃ আমাকে মেরে রিয়াকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি— হিরো আলম
সর্বশেষঃ কেন ১২ টি বিয়ে করতে চান পরীমনি
ক্রিস্টিয়ানো রোনালদো ৪০ বছর পূর্ণ করেছেন তারও ৬ মাসের বেশি হয়ে গেছে। তবু এখনও আল নাসরের হয়ে মাঝেমধ্যে পায়ের যেসব কারিকুরি দেখান, তাতে বুঝারই উপায় নেই তিনি এতগুলো বসন্ত থেকে ফেলেছেন। প্রতিপক্ষের তরুণ ফুটবলাররাও মাঝেমধ্যে পেরে ওঠে না এ পর্তুগিজ ফরোয়ার্ডের সঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর কিশোর বয়সের ছবি আর বর্তমান সময়ের ছবি তুলনা করলে মনে হয়, তিনি যেন বয়সের সঙ্গে আরও ফিট ও তরুণ হয়ে উঠছেন। এর পেছনের রহস্য সম্পর্কে ধারণা দিয়েছেন এক প্লাস্টিক সার্জন।
ক্যারিয়ারের শুরু থেকেই রোনালদো যে নিজের জীবন কঠোর অধ্যাবসায়ের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তা প্রায় সবাই জানে। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শৃঙ্খলার মধ্য দিয়ে থাকার কারণে অনেকবার শিরোনাম হয়েছেন সিআরসেভেন।
তবু বয়স ৪০-এর কোঠা পেরিয়েও এখনও এমন তারুণ্যদীপ্ত চেহারার রহস্য তো কিছু একটা থাকতেই পারে। সেই খবরই জানিয়েছেন এক প্লাস্টিক সার্জন। তার ধারণা, রোনালদো তার বর্তমান চেহারা ও যৌবন ধরে রাখতে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন।
ডেইলি মেইল-এর সাংবাদিক ইসাবেল বাল্ডউইন এ বিষয়ে কথা বলেন নিউ ইয়র্কের বিখ্যাত প্লাস্টিক সার্জন ডা. এলি লেভিনের সঙ্গে। যদিও ডা. লেভিন রোনালদোর সঙ্গে সরাসরি কাজ করেননি, তবে তিনি মনে করেন এই পর্তুগিজ অধিনায়কের তরুণ চেহারা ধরে রাখতে অনেক ধরনের প্লাস্টিক সার্জারি করানো হয়েছে এবং তাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন রোনালদো।
ডা. লেভিনের মতে, রোনালদো নাকের গঠন পরিবর্তনের জন্য রাইনোপ্লাস্টি (নাকের সার্জারি) করিয়েছেন। এতে নাকের হাড় ভেঙে নতুনভাবে গঠন করা হয়। রোনালদো যে পেশাদার জীবনের শুরুতে দাঁতের ব্রেস ব্যবহার করতেন, এটি সবারই জানার কথা।
পাশাপাশি, দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিনিয়ারস (এক ধরনের পাতলা স্তর দাঁতের ওপর লাগানো হয় যাতে দাঁত সাদা ও সমান দেখায়) ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও, তিনি ওপরের মাড়ির আকার ছোট করতে একটি বিশেষ ধরনের সার্জারি করিয়েছেন বলেও ডা. লেভিনের ধারণা।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP