নিজের ফুসফুসের ভয়াবহ অবস্থার কথা জানালেন আরশ খান

September 08, 2025
By Sub Editor

এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। তিনি অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা বিকশিত করছেন। সম্প্রতি তিনি সিগারেট নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। এই পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ‘সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে।’


পোস্ট দিয়ে আরশ খান লিখেছেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিনত হয়েছে।’
সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২ টা বেজেছিলো তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে। বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।’

তার কথায়, ‘তোমরা যারা রিসেন্টলি ধুমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয়না।’
শেষে লিখেছেন, ‘ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবেনা। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP