তরুণ প্রযুক্তিবিদ গড়ার লক্ষ্যে bongodev ও JUCSE অ্যালমনাই এসোসিয়েশনের মধ্যে চুক্তি সই

April 21, 2025
By Sub Editor

*তরুণ প্রযুক্তিবিদ গড়ার পথে নতুন অধ্যায়: bongoDev ও JUCSE Alumni Association এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর*

 

তরুণ প্রযুক্তিবিদ তৈরির লক্ষ্যকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে দেশের অন্যতম প্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান *bongoDev* এবং *জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অ্যালামনাই অ্যাসোসিয়েশন* এর মধ্যে।  

 

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করবে প্রযুক্তি প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নে।  

 

*JUCSE Alumni Association*- এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি *এস এম গোলাম রাব্বি* এবং ভাইস প্রেসিডেন্ট *প্রফেসর ড. আবু সাঈদ মোঃ মোস্তাফিজুর রহমান*। অপরদিকে, *bongoDev*-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির *Chief Operating Officer আসিফ আহমেদ* এবং *Chief Coordinator মেহেদি হাসান*।  

 

এই উদ্যোগের মাধ্যমে তরুণরা ভবিষ্যতের জন্য আরও দক্ষ, আত্মবিশ্বাসী এবং প্রস্তুত হয়ে উঠবে বলে আশাবাদী উভয় পক্ষ।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP