ডাকসু নির্বাচন : ভুয়া আইডি কার্ড শনাক্তকরণে তিন স্তরের চেকিং

September 08, 2025
By Sub Editor

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা করা হবে আগামীকাল মঙ্গলবর (৯ সেপ্টেম্বর)। এতে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তিন ধরনের চেকিংয়ের পর ভোট দেওয়ার সুযোগ পাবেন বৈধ ও নিয়মিত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে, ভুয়া কার্ড ব্যবহার করার কোনও সুযোগ নেই। তিন ধরনের চেকিংয়ের পর ভোট দিতে হবে শিক্ষার্থীদে। ভুয়া কার্ড দিয়ে কেউ ভোট দিতে পারবেন না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাজধানীর নীলক্ষেতের মার্কেটে কম্পিউটারের দোকানে বিভিন্ন সময়ে নকল আইডি কার্ড তৈরির নজির রয়েছে। ক্যাম্পাসে অনেকে ভুয়া আইডি কার্ডসহ আটকও হয়েছেন। ভোটে ভুয়া আইডি কার্ড কোনও প্রভাব ফেলবে কিনা, সংশয় ছিল অনেকের। তবে কর্তৃপক্ষ সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এর আগে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কেউ তার বৈধবা লাইসেন্সধারী অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার মধ্যে বহন করতে পারবেন না। কেউ বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’

ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রবেশ করতে পারবেন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP