সর্বশেষঃ গুগল ক্যালেন্ডারের মাধ্যমেও হতে পারে মোবাইল হ্যাক
সর্বশেষঃ মোসাদের হেডকোয়ার্টারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সর্বশেষঃ এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে রাজধানীতে অবস্থান দুই পক্ষের
সর্বশেষঃ বিচ্ছেদের পর ভালোবাসার টানে আবারো একসাথে মালাইকা-অর্জুন
সর্বশেষঃ হঠ্যাৎ করেই জ্বর : ডেঙ্গু, ভাইরাস, কিংবা করোনা নয় তো
সর্বশেষঃ আইএলটিসে সাড়ে ৬ পেলেই তুরস্কে স্কলারশিপে পড়ার সুযোগ, সাথে ফ্রী ল্যাপটপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড, হার্ভার্ড, কলম্বিয়া, স্ট্যানফোর্ডসহ বিশ্বের সেরা ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।
প্রতিবছর শিক্ষার্থীদের দুটি সময়ে এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। বর্তমানে অ্যাপ্লিকেশন উইন্ডো-২-এর আবেদনগ্রহণ চলমান রয়েছে। আবেদনের শেষ সময় ২৪ মে ২০২৫ পর্যন্ত।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মুক্ত;
*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;
*চিকিৎসা বিমা সুবিধা দেবে;
*মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে);
আবেদনের যোগ্যতা—
*বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
*কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*আবেদনের তারিখের ন্যূনতম ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে;
*স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
নিজে বহন করতে হবে যেসব খরচ—
*ভিসা আবেদনের খরচ;
*পরিবারের সদস্যদের খরচ;
*অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;
*স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ;
*গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;
*আবাসিক পারমিট ফি;
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP