জাতীয়করণের দাবিতে সমাবেশ মাদ্রাসা শিক্ষকদের

January 19, 2025
By Sub Editor

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে সমাবেশ করছেন শিক্ষকরা। এতে সারাদেশ থেকে আসা এক হাজারেরও বেশি শিক্ষক অংশ নিয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি চলছে।

ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে চাকরি করছি। প্রায় ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপান করছি।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কমিটির নির্বাহী সদস্য মাওলানা মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাওলানা মো. নূরুল আমীন, মাওলানা মো. আব্দুল হান্নান প্রমুখ।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP