ছেলেদের যে একটি গুন থাকলে মেয়েরা আকর্ষিত হতে বাধ্য

By Sub Editor

নারীর প্রতি পুরুষের বা ঘুরিয়ে বললে পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু পুরুষের কোন গুণ সবচেয়ে বেশি আর্কষণ করে নারীকে- এ নিয়ে গবেষণা করেছেন ইউনির্ভাসিটি কলেজ অব লন্ডনের একদল বিজ্ঞানী। গবেষণা থেকে জানা যায়, নারীর কাছে পুরুষের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো সুন্দর কণ্ঠস্বর।

পুরুষের কণ্ঠস্বর নারীর মনে গভীর আলোড়ন সৃষ্টি করে। কেবল কণ্ঠস্বরের মাধ্যমেই পুরুষের দেহের গঠন, উচ্চতা, রসবোধ আন্দাজ করার চেষ্টা করেন নারী।

গবেষকেরা জানিয়েছেন, আসলে শব্দের কম্পন ও কণ্ঠস্বরের ওঠানামাই হল আসল বিষয়। একজন পুরুষ কী বলছেন, কীভাবে বলছেন তা এক্ষেত্রে একটুও গুরুত্বপূর্ণ নয়। ভারী কণ্ঠস্বরে নারীরা বেশি আকর্ষিত হন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP