চলে এসেছে বিয়ের মৌসুম, সুন্দর ভাবে উপভোগ করবেন যেভাবে

By Sub Editor

ঘরের ছোট্ট মেয়ে বা ছেলেটি কবে বড় হয়ে গেলো টের পেল না বাবা-মা। দেখতে দেখতে চলে এলো তাদের বিয়ের সময়। যোগ্য পাত্র বা পাত্রীর খোঁজ পেয়ে যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় বিয়ের প্রস্তুতির।

 
 
 

 

বিয়ে প্রত্যেকটি মানুষের জীবনের একটি বহুলপ্রতীক্ষিত দিন। সবারই প্রত্যাশা থাকে বিয়ের দিনটি যেন ধুমধাম ও জাঁকজমকপূর্ণ করে সবার সামনে উপস্থাপিত করে তোলা যায়।কোন কাজ কীভাবে হবে, কে করবে তা নিয়ে হিমশিম খেতে হয় বাড়ির ছোট-বড় সবাইকে। তাই বিয়ের প্রতিটি অনুষ্ঠান স্মরণীয় করতে চাই পূর্ব পরিকল্পনার। আর এজন্য প্রয়োজন পরিবারের সকল সদস্যের সহযোগিতা এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণ।

 

 

সময়ের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানেও এসেছে নতুনত্ব এবং আধুনিকতার ছোঁয়া। প্রতিটি অনুষ্ঠান এসেছে নতুন আঙ্গিকে, নতুন রূপে। বিবাহ পূর্ব প্রস্তুতির সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা হাজির হলাম,

 

 

১. দু্ই পক্ষ মিলে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করা।

 
 
 

 

২. কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া।

 

 

৩. দেনমোহর এবং গেট ধরার টাকা কতো হবে দুই পক্ষ মিলে তা আগে থেকে নির্ধারন করে রাখা।

 

৪. বর বা কনের কেনাকাটার লিস্ট তৈরি করা।

 

৫. দুই পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কি কি কেনাকাটা করা হবে তার লিস্ট তৈরি করা।

 
 

 

৬. গেস্ট লিস্ট করা, সেই অনুযায়ী কার্ডের ডিজাইন ও ছাপার ব্যবস্থা করা।

 

৭. সময় মতো বিয়ের কার্ড অতিথিদের হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা।

 

৮. ডেকোরেটরের সাথে যোগাযোগ করে বিয়ের স্টেজ, গায়ে হলুদের স্টেজ, লাইটিং, গাড়ি সাজানো ইত্যাদি ডিজাইন নির্ধারণ করে দেয়া।

 

৯. কোন অনুষ্ঠানের জন্য খাবারের মেন্যু কি থাকবে, কতজন অতিথি খাবে তা নির্ধারণ করা, সেই সাথে সাথে বাবুর্চির সাথে যোগাযোগ করে সার্বিক আলাপ করে রাখা।

 

১০. বিয়ের ছবি তোলার জন্য আলোকচিত্রী এবং ভিডিও ধারনের জন্য ক্যামেরাম্যানের সাথে যোগাযোগ এবং বুকিং দেওয়া।

 

১১. কনের সাজের জন্য পার্লার কিংবা বিউটিশিয়ানের সাথে অন্তত দুই সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখা।

 

১২. প্রতিটি অনুষ্ঠানে কি কি আয়োজন করা যেতে পারে, অর্থাৎ নাচ, গান, ব্যান্ড, ডিজে পার্টির ব্যবস্থা করা।

 

১৩. বিয়ে উপলক্ষ্যে ঘরবাড়ির আলোকসজ্জার জন্য ডেকোরেশনের সাথে কথা বলা এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা।

 

১৪. ফুলের দোকানের সাথে কথা বলে রাখা।

 

১৫. সবগুলো অনুষ্ঠানে কেমন খরচ পরবে তার আনুমানিক পরিমাণ নির্ধারণ করা।

 

১৬. প্রয়োজন অনুসারে প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা বাস ভাড়ার ব্যবস্থা করা।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP