ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

June 28, 2025
By Sub Editor

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

 

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এসে এক বন্ধুর বাসায় যান। পরে রাতের কোনো এক সময়ে ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ‘‘শুক্রবার সকালে হিরো আলমকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে নেওয়া হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP