গ্রীন ইউনিভার্সিটিতে bongoDev এর সহায়তায় আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

February 25, 2025
By Sub Editor

শিক্ষার্থীরা কীভাবে প্রযুক্তি খাতে নিজেদেরকে সেরা হিসেবে তৈরী করবে, সেসব বিষয়ে ধারণা দিতে গ্রীণ ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব (GUCC) এর আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক একটি সেমিনার আয়োজিত হয়েছে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারী) গ্রীন ইউনিভার্সিটির ক্যাম্পাসে bongoDev এর সহযোগীতায় ''Choosing the Right Path in Machine Learning, DevOps, and Software Engineering & Cybersecurity"। শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ আহসান হাবিব (তারেক) (সাবেক চেয়ারম্যান, IEEE CS BDC; গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক)।এবং সেশন চেয়ার ছিলেন ড. মোহাম্মদ আমিনুর রহমান (সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ)।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিক (সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, bongoDev; সফটওয়্যার প্রকৌশল ব্যবস্থাপক, Optimizely) এবং কামরুল হাসান (মেন্টর, bongoDev; সফটওয়্যার প্রকৌশলী, Optimizely)। তিনি প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের কোন বিষয়ে নিজের দক্ষতা অর্জন করতে হবে, কোন স্কিল গুলো বর্তমানে চাহিদা আছে, চাকরীর ক্ষেত্রে কোম্পানীগুলো কোন ধরণের স্কিল গ্র্যাজুয়েটদের কাছ থেকে আশা করে সেসব বিষয়ে বিস্তর আলোচনা করেন।

সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত শিক্ষার্থীরা মেশিন লার্নিং, ডেভঅপস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সাইবারসিকিউরিটি সম্পর্কিত বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেন এবং bongoDev এর মেন্টর কামরুল হাসান শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর, বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও খাবার দেওয়া হয়। 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP