গোবিন্দা আমাকে ছাড়া বাচঁতে পারবে না - স্ত্রী সুনিতা

May 12, 2025
By Sub Editor

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে।

 

সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন। তারপরও আলোচনা থেমে নেই। টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে ফের এ বিষয়ে কথা বললেন সুনীতা।

সুনীতা মনে করেন, তাকে ছাড়া বাঁচবেন না গোবিন্দ। তার ভাষায়, “যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দর কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব! গোবিন্দ কখনো কোনো বোকা নারীর জন্য তার পরিবার ছেড়ে যাবে না।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP