গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল

April 15, 2025
By Sub Editor

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। মিশরের আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে যে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করতে ইসরায়েলের প্রস্তাব পেয়েছে কায়রো। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে আল কাহেরা নিউজ টিভি জানিয়েছে, প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ মিশর। খবর আল জাজিরার। 

এর আগে হামাস আল জাজিরাকে জানিয়েছে, তারা মিশরের মাধ্যমে তাদের কাছে আসা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মূলত হামাসকে আত্মসমর্পনের প্রস্তাব দিয়েছে, এটা কোনো যুদ্ধবিরতি চুক্তি নয়।

তিনি জোর দিয়ে বলেন, হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। ইসরায়েলের এই দিবা স্বপ্ন নিয়ে কোনো আলোচনা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

হামাসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, যখন নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার জন্য ‌(যুদ্ধবিরতি) শর্ত দিয়েছেন তখন তিনি জানেন যে, হামাসের অস্ত্রের সঙ্গে তাদের সম্মান জড়িত এবং এটি একটি অসম্ভব দাবি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করার জন্য তিনি (নেতানিয়াহু) এ অসম্ভব দাবিগুলো আরোপ করেন বলেও উল্লেখ করেন তিনি।

ইসরায়েল এমন এক সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যখন গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP