কেন পরীমনির ছবি শেয়ার করলেন ইমরান

October 19, 2025
By Sub Editor

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করেছেন।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সেই আবেগঘন বার্তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


ছবিগুলো 'বিশ্বসুন্দরী' সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমণিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’

মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।
গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের সেই গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন তিনি।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP