কে পেলেন ব্যালন ডি’অর ২০২৫

September 23, 2025
By Hasan

ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি এইবার পেয়েছেন উসমান দেম্বেলে। অনুষ্ঠানে মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

পুরুষ বর্ষসেরা ফুটবলার হয়েছেন উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), নারী বর্ষসেরা আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি, যা জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি) ও হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি, পুরুষ বিভাগে লুইস এনরিকে (পিএসজি) এবং নারী বিভাগে সারিনা ভিগমান (ইংল্যান্ড) এটি জিতেছেন।

 

অ-২১ পর্যায়ের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি পুরুষে লামিনে ইয়ামাল ও নারী বিভাগে ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন) পেয়েছেন। বর্ষসেরা ক্লাব হিসেবে পুরুষে পিএসজি ও নারী বিভাগে আর্সেনাল নির্বাচিত হয়েছে। জার্ড মুলার ট্রফি পুরুষে ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন) এবং নারী বিভাগে এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড) জিতেছেন। সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন।

 

সবমিলিয়ে চারটি পুরস্কার জিতেছে বার্সেলোনার ফুটবলাররা। পিএসজি পুরুষ ক্লাব হিসেবে এবং আর্সেনাল নারী ক্লাব হিসেবে বর্ষসেরা ক্লাবের সম্মাননা অর্জন করেছে। অনুষ্ঠানে দাপট দেখিয়েছে বার্সেলোনা ও পিএসজি, বর্ষসেরা ফুটবলারের খেতাব ধরে রেখেছেন উসমান দেম্বেলে ও আইতানা বোনমাতি।

 

সুত্রঃ শেয়ারবাজার নিউজ ডট কম

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP