সর্বশেষঃ যেকোন চাকরীর ভাইবাতে উত্তীর্ণ হতে হলে করতে হবে যে ৭টি কাজ
সর্বশেষঃ বৃষ্টির দিনে র্যাশ চুলকানি থেকে মুক্তি পাবেন যেভাবে
সর্বশেষঃ দেখে নিন Pixel 10 এর স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ
সর্বশেষঃ কবে বিয়ে করতে চান জানালেন দীঘি
সর্বশেষঃ বিয়ের অনুষ্ঠানে শাকিব-পরীমনি একসাথে, কী বলছে নেটিজেনরা
সর্বশেষঃ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি ট্রাম্পের
এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে সর্বশেষ আলোচনায় আসেন প্রার্থনা ফারদিন দীঘি। যদিও এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে, তবে সামনে তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ব্যস্ততা, মাসিক আয় এবং বিয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে জানিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী।
আয়ের বিষয়ে দীঘি বলেন, ‘যদি কাজ বেশি থাকে তাহলে মাসে ৫ লাখেরও বেশি ইনকাম হয়। কখনো কখনো তা ৭ লাখ পর্যন্ত চলে যায়। আবার কোনো সময় এক থেকে দেড় লাখের মতোও হতে পারে।’
আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দীঘি। তিনি বলেন, ‘বিয়ে নিয়ে এখনো ভাবছি না। আরও দশ-পনেরো বছর পর যখন মনে হবে ক্যারিয়ারে যা চেয়েছি সবই অর্জন করেছি, তখন বিয়ের কথা ভাববো।’
সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন, বিশেষ করে তার মামার সঙ্গে। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার ছোটবেলায় নিজের ফোন ছিল না। মামার ফোনে প্রথম টিকটক ডাউনলোড করি। তাকে জোর করেই ভিডিওতে আনি। পরে দেখি মানুষ এটা দেখছে, লাইক করছে। তখন মামাও মজা পেতে শুরু করেন।’
মামার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অনেকে অ্যাসিস্টেন্ট নিয়ে ঘোরে, আর আমি আমার গার্ডিয়ান— মানে মামাকে নিয়েই শুটিংয়ে যাই।’
দীঘি প্রখ্যাত অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে। শিশুশিল্পী হিসেবে দীঘি পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি কাজ করছেন সিনেমা ও ওয়েব কন্টেন্টে নিয়মিতভাবে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP