এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

September 21, 2025
By Sub Editor

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান লড়াই নিয়ে ক্রিকেট দুনিয়ায় বাড়তি উত্তেজনা। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর এবার সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে মহারণ।

 

 

আগের লড়াইয়ে এগিয়ে ভারত:
গ্রুপ পর্বে পাকিস্তানের ব্যাটিং ধস নামিয়েছিল ভারতের বোলাররা। মাত্র ১২৭ রানে থেমেছিল বাবরবিহীন পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংসে সহজেই জয় তুলে নেয় রোহিত শর্মাহীন টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব সেই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট, যা পাকিস্তানি ব্যাটারদের পুরোপুরি ব্যতিব্যস্ত করে দিয়েছিল।

প্রতিশোধের মিশনে পাকিস্তান:
সুপার ফোরে টিকে থাকতে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ এই ম্যাচ। ফখর জামান স্পষ্ট বলেছেন- ভারতের কাছে হারের প্রতিশোধ নিতেই নামবে তারা। এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ রান তারই (৩ ইনিংসে ৯০)। তাই ব্যাটিংয়ে তাকেই ভরসা করছে পাকিস্তান। সঙ্গে আছেন মোহাম্মদ হারিস, যিনি করেছেন ৮৭ রান। বোলিংয়ে সাইম আয়ুব নিয়েছেন সর্বোচ্চ ৬ উইকেট। তবে ব্যাট হাতে এখনো রানশূন্য থাকাটা পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তা।

 

 

ধারাবাহিকতায় ভর করে ভারত:
অন্যদিকে ভারত গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নিয়ে এসেছে দুর্দান্ত ছন্দে। অভিষেক শর্মা করেছেন সর্বোচ্চ ৯৯ রান, তিলক ভার্মা যোগ করেছেন ৬০। উইকেটশিকারীর তালিকায় শীর্ষে থাকা কুলদীপ যাদব (৮ উইকেট) এবারও হতে পারেন ভারতের মূল অস্ত্র। সঞ্জু স্যামসন জানিয়েছেন, দল গ্রুপ পর্বের পারফরম্যান্স সুপার ফোরেও ধরে রাখতে চায়।

মুখোমুখি পরিসংখ্যান:
এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ভারতের জয় ১১, পাকিস্তানের জয় ৬, বাকি ৩ ম্যাচ পরিত্যক্ত। টি-টোয়েন্টি ইতিহাসে ১৪ লড়াইয়ে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৩ বার, আরেকটি টাই হয়েছিল। সংখ্যার হিসাব তাই ভারতের পক্ষে, তবে ভারত-পাক ম্যাচে ভবিষ্যদ্বাণী সবসময়ই ঝুঁকিপূর্ণ।

 

 

সব চোখ দুবাইয়ে:
ভারত চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে, আর পাকিস্তান চাইবে হার ভুলে প্রতিশোধের মঞ্চ গড়তে। পরিসংখ্যান ভারতের পক্ষে হলেও, মাঠের ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। এ কারণেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মহারণ।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP