এশিয়া কাপের পাক-ভারত ম্যাচে আম্পায়ের দায়িত্বে বাংলাদেশি মুকুল

September 08, 2025
By Sub Editor

আগামীকাল (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপ মাঠে গড়ালেও আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটা মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। এদিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচে থাকছে বাংলাদেশও। পাক-ভারত মহারণে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে বাংলাদেশের দুই আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।


১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে মুকুলের সঙ্গে সঙ্গে আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।  তার আগে ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দায়িত্ব পালন করবেন সোহেল।

আগামীকাল আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এশিয়া কাপের এবারের আসরের। ৮ দলের এই টুর্নামেন্টে দুই দলে ভাগ হয়ে দলগুলো গ্রুপ পর্বে খেলবে মোট ১২ ম্যাচ। এই ম্যাচগুলোতে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন ৮জন।
বাংলাদেশের দুই আম্পায়ার ছাড়াও দায়িত্ব পেয়েছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসারি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহাম পণ্ডিত ও বীরেন্দর শর্মা।

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে মুকুল-পাকিয়াগুরুগের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দুই আফগান পাকতিন ও শফি। ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

মুকুল অবশ্য এবারই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করছেন না, এর আগেও ২০২২ সালে এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোরে ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছিল তাকে।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP