এবার গুচ্ছ প্রকৌশল থেকে বেরিয়ে গেল চুয়েট,একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

November 28, 2024
By Sub Editor

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ছেড়ে নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষার বিষয়ে। তাদের পথ ধরে এবার গুচ্ছ ছাড়ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার চুয়েটের ১৫৫তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিগগির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP