সর্বশেষঃ ইন্সটাগ্রামে রিলস বানিয়ে মাসে ৭ লাখ টাকা আয়ের সুযোগ
সর্বশেষঃ কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি
সর্বশেষঃ এবছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোরবানি ঈদের পর
সর্বশেষঃ এই শীতে পরিবারসহ ঘুরে আসতে পারেন দেশের ভিতর এই ৫টি জায়গা থেকে
সর্বশেষঃ মেন্টাল হেলথ ভালো রাখতে নতুন বছরে করুন এই ১০ টি কাজ
সর্বশেষঃ দ্রুত ছড়িয়ে পড়ছে 'এইচএমপিভি' ভাইরাস, এবার কলকাতায় রোগী শনাক্ত
শীতকাল মানেই ভ্রমণের মৌসুম। প্রতি বছর শীতের মৌসুমে প্রকৃতি তার চিরাচরিত নয়নাভিরাম সৌন্দর্য ফিরে পায়। সেই সৌন্দর্যের মোহে সারাদেশের পর্যটন স্পটগুলোতে বাড়ে পর্যটকের সংখ্যা। চলতি বছর শীতের হাওয়া লাগতেই ভ্রমণপিপাসুদের অনেকেই ঘুরতে বেড়িয়েছেন, আবার অনেকে ঘোরার পরিকল্পনা করছেন। এবারের শীতে দেশের কোন কোন স্থান ঘুরতে যেতে পারেন, চলুন জেনে নেওয়া যাক-
বাংলাদেশের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত। প্রতি বছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে এই পর্বতের। পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা মেলে পর্বতের।
শীতের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়া উপজেলা শহরের সরকারি ডাকবাংলো চত্বর কিংবা জিরো পয়েন্ট থেকে দেখা মেলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতের। পাশাপাশি স্পষ্টভাবে দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় শ্রেণিও দেখা যায়।
উপমহাদেশের সবচেয়ে বড় ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হলো সিলেটের মালনীছড়া চা বাগান। ১৮৪৯ সালে লর্ড হার্ডসনের তত্ত্বাবধানে এক হাজার ৫০০ একর জায়গার ওপর গড়ে তোলা হয় এই চা বাগান। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে থাকলেও চা বাগানপ্রিয় ভ্রমণপিপাসুদের কাছে বেশ পছন্দের একটি জায়গা হয়ে উঠেছে।
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায় বাগানে। বাস, ট্রেন অথবা বিমান- এই তিন রুটের যে কোনোটি ব্যবহার করে ঢাকা থেকে প্রথমে যেতে হবে সিলেট। এরপর শহরের যে কোনো জায়গা থেকে রিকশা কিংবা সিএনজিতে সহজেই যেতে পারবেন মালনীছড়া চা বাগানে।
কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সাগরের উত্তাল ঢেউ যে কারও মন ভালো করে দেয়। সমুদ্রের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় সারা দিন। এ কারণেই ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে থাকে পর্যটকদের ভিড়। এখন ট্রেনেও সহজেই যেতে পারেন কক্সবাজার। এছাড়া ঢাকার ফকিরাপুল, কলাবাগান, সায়েদাবাদ থেকে অধিকাংশ পর্যটক বাসেও যেতে পারেন কক্সবাজার। যেতে সময় লাগে ৮-১০ ঘণ্টা।
আবার চাইলে আকাশপথেও যেত পারেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার দিনে ২০টির বেশি ফ্লাইট কক্সবাজারে পরিচালনা করে। ফলে এক ঘণ্টারও কম সময়ে কক্সবাজার যেতে পারছেন পর্যটকরা।
১২৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও আংশিক শ্রীমঙ্গল নিয়ে। দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত এজাতীয় উদ্যানটি জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন।
৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ ও ২৪০ প্রজাতির পাখির আশ্রয়স্থল এই লাউয়াছড়া। বিশেষ করে বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা হিসেবে এর সুখ্যাতি আছে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে শ্রীমঙ্গল পৌঁছে লাউয়াছড়া ভ্রমণ করা যায়।
বাংলাদেশে বাতিঘর দেখতে হলে চলে যেতে হবে কক্সবাজার জেলার ছোট উপজেলা কুতুবদিয়ার এই দ্বীপটিতে। এখানকার প্রাচীন বাতিঘরের ধ্বংসাবশেষটি এখনো যেন ভাটার সময় পুরোনো ইতিহাসের গল্প বলে। ২১৬ বর্গকিলোমিটারের ছোট এই দ্বীপে আছে নির্জন সমুদ্র সৈকত ও কুতুব আউলিয়ার মাজার।
বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও প্রাকৃতিকভাবে লবণ চাষের জন্য এ জায়গাটি বেশ প্রসিদ্ধ। এই দ্বীপ ভ্রমণের জন্য কক্সবাজার থেকে প্রথমে চকরিয়া বাসস্ট্যান্ড আসতে হবে। সেখান থেকে সিএনজিতে মগনামা ঘাট পৌঁছে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যেতে হবে কুতুবদিয়া চ্যানেলে। কুতুবদিয়া চ্যানেলই পৌঁছে দেবে কুতুবদিয়া দ্বীপে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP