উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম

July 21, 2025
By Sub Editor

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে শিক্ষার্থীসহ অনেক মানুষ হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর আশপাশের এলাকায় ভিড় করছে উৎসুক জনতা। এতে উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। 

 

 

সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। আশপাশের ভবনগুলোতে শত শত লোকজন উঠে ঘটনাস্থলের দৃশ্য অবলোকন করছেন। 

পুরো এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা লোকজনদের সামাল দিচ্ছেন। এর মধ্যে কলেজের বাস ও অ্যাম্বুলেন্স আসা-যাওয়া করছে। কলেজের ভেতরে আটকা পড়া অসুস্থ লোকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।  

লোকজনের ভিড় এত বেশি যে, দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত শত শত শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করছেন। তবু, তাদেরকে হিমসিম খেতে হচ্ছে। 

 

 

উত্তরার একটি কলেজের শিক্ষার্থী রুবেল বলেন, “আমরা এত লোককে সামাল দিতে পারছি না। রাস্তায় এত লোকজন যে, অ্যাম্বুলেন্সও ঠিকমতো যেতে পারছে না। দলে দলে লোকজন আসছে।”

 

 

দুর্ঘটনার পর উত্তরার বিভিন্ন সড়ক হয়ে লোকজন ঘটনাস্থলে আসতে শুরু করে। ফলে, উত্তরার বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, “দুর্ঘটনার পর এত লোক কোথা থেকে এলো, আমরা বুঝতেছি না। আমরা তাদের বারবার সরিয়ে দিতে চাচ্ছি, কিন্তু তারা কথা শুনছে না।”

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP