উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জীবনযাপন সহজ করার ১০ টি টিপস

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নতুন দেশে গিয়ে প্রায়ই সময় শিক্ষার্থীদের মানিয়ে নিতে সমস্যা হয়। তাই শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ১০ টি টিপস। যার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাস্ট্রে বসবাস চলাফেরা, জীবন যাপন সহজ হবে

সময়ানুবর্তিতা

সময়মতো না পৌঁছানোকে অসম্মানজনক হিসেবে দেখা হয়। যুক্তরাষ্ট্রে কোনো কোর্সের ক্লাসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন। সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এটি শুধু শিক্ষকদের প্রশংসা অর্জনে সাহায্য করবে না, বরং আপনাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দেবে। যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দক্ষতা বিকাশে ভূমিকা রাখে, যার মধ্যে সময়ানুবর্তিতা শীর্ষস্থানীয়।

খাবার

বিভিন্ন সংস্কৃতির জন্য পরিচিত একটি দেশ হিসেবে, যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের কুইজিন পাওয়া যায়। তবে মনে রাখবেন, যুক্তরাষ্ট্রে খাবারের পরিমাণ সাধারণত বেশ বড় হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা কেবল ক্লাসরুমে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সম্ভাব্য সব দিক থেকে এখানের সংস্কৃতিকে বোঝা জরুরি। আর খাবারের মাধ্যমে এটি বোঝার চেয়ে ভালো উপায় আর কিছু হতে পারে না। একসঙ্গে খাওয়া-দাওয়া মানুষদের সঙ্গে মেলামেশা এবং নিজের যোগাযোগ ক্ষেত্র বিস্তৃত করার একটি চমৎকার উপায়।

সাবওয়ে ব্যবহার করুন

যদিও ছাত্রছাত্রীরা ট্যাক্সি নেওয়ার প্রতি আকৃষ্ট হতে পারে, সাবওয়ে ব্যবহার করলে শুধু খরচ বাঁচবে না, বরং দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে। যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এমন স্থানে অবস্থিত, যা এই ধরনের পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে সহজে পৌঁছানো যায়।

স্বাস্থ্য বীমা

কিছু দেশের মতো যুক্তরাষ্ট্রে সার্বজনীন স্বাস্থ্য বীমা নেই। এখানে বেসরকারি বীমা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা প্রদান করে। তাই, আপনার বীমা প্রদানকারীকে আপনার পড়াশোনার পরিকল্পনা সম্পর্কে জানান, যাতে তারা আপনার জন্য উপযুক্ত একটি স্বাস্থ্য বীমা পরিকল্পনা তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রে গাড়ি চালানো

ছাত্রছাত্রীদের জানা উচিত যে, ভারতের মতো নয়, যুক্তরাষ্ট্রে গাড়ি ডান পাশে চালানো হয়। তাছাড়া, কিছু রাজ্যে হর্ন বাজানো নিষিদ্ধ, যদি না এটি একেবারেই জরুরি হয়। যেহেতু ভারতে আমরা প্রায়ই হর্ন বাজাতে অভ্যস্ত, তাই এই নিয়ম সম্পর্কে সচেতন থাকা জরুরি, যেন এই ভুল করার ফাঁদে না পড়ি।

 

বিশ্ববিদ্যালয়কে কলেজ বলা হয়

যুক্তরাষ্ট্রে "ইউনিভার্সিটি" এবং "কলেজ" শব্দ দুটি সমার্থকভাবে ব্যবহার করা হয়। তাই বিভ্রান্তি এড়ানোর জন্য জেনে রাখুন যে এই দুটি শব্দ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বোঝায়। যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের অসাধারণ শিক্ষার সুযোগ-সুবিধা প্রদান করার জন্য পরিচিত।

পড়াশোনার উপকরণ ব্যয়বহুল

যুক্তরাষ্ট্রে কোর্স চলাকালীন রেফারেন্সের জন্য ব্যবহৃত পাঠ্যপুস্তকগুলো প্রায়ই অত্যন্ত দামি হয়। তবে রেফারেন্স কাজের জন্য অন্যান্য উপায়ও রয়েছে, যেমন সেকেন্ড হ্যান্ড বই, অনলাইন রিসোর্স, লাইব্রেরি, ধার করা ইত্যাদি। তাই আপনি কখনোই রিসোর্স মেটেরিয়ালের অভাবে পড়বেন না।

 

খেলাধুলায় যুক্ত হোন

খেলাধুলায় যুক্ত হওয়া মানেই খেলতে হবে, এমন নয়; এটি একজন সক্রিয় দর্শক হওয়া হিসেবেও বোঝা যেতে পারে। বাস্কেটবল এবং বেসবলের মতো খেলা জনপ্রিয় এবং প্রায়শই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার একটি বড় অংশ হয়ে ওঠে। তাই এই খেলাগুলোর বিষয়ে প্রাথমিক ধারণা থাকলে, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় সেগুলো নিয়ে আলোচনায় অংশ নেওয়া সহজ হবে।

নমনীয়তা

কোনো প্রোগ্রামে ভর্তি হওয়ার পর, যদি কোনো ছাত্র তার প্রধান বিষয় (মেজর) পরিবর্তন করতে চান, তবে তার সেই স্বাধীনতা রয়েছে। শুধু তাই নয়, তারা বিনিময় শিক্ষার্থী (এক্সচেঞ্জ স্টুডেন্ট) হিসেবে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থানান্তরিত হওয়ার সুযোগ পান। এ কারণে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রোগ্রামের নমনীয়তার জন্য পরিচিত।

এখন যেহেতু আপনি সংস্কৃতির কিছু সূক্ষ্ম দিক সম্পর্কে ভালোভাবে জানেন, আপনি যুক্তরাষ্ট্রে আপনার পড়াশোনার যাত্রা শুরু করতে প্রস্তুত।

 

আবেদনপত্র লেখার নির্দেশনা

প্রত্যেক ভর্তি অফিসের আবেদনপত্র লেখার জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনা থাকবে। তবে শুরু করার আগে এই নির্দেশনাগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে

এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন

 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP