ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো, ভাঙতে চলেছে যশ-নুসরাতের সংসার

May 21, 2025
By Sub Editor

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সংসার বেঁধেছেন। আজ সকাল থেকে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে নুসরাত-যশের সংসার। 

 

এ গুঞ্জনের সূচনা এই জুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কেন্দ্র করে। কারণ তারা কেউ কাউকে আর অনুসরণ করছেন না। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনরা শুরু করেন চর্চা। অবশেষে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন যশ।       

টিভি নাইনকে যশ দাশগুপ্ত বলেন, “সকাল থেকেই ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে। মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করতে হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই আনফলো হয়ে যাচ্ছে! বিষয়টা আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে।”

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP