আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ১২ ঘন্টার আল্টিমেটাম আয়োজকদের

August 17, 2025
By Sub Editor

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্টে অনুষ্ঠিত '৩৬ জুলাই: মুক্তির উৎসব' শীর্ষক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু হঠাৎ আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আয়োজকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।  

প্রোগ্রাম বাতিলের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার আর্টসেলের কাছে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাসে লিখেছেন, 'কালচারাল ফ্যাসিস্ট লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।

ফেসবুকে তিনি আরও লেখেন, মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা। ফেসবুকে তাদের ম্যানেজারের সাথে কথা বললে সে জানায় এটাকে সে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো। তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াবো। আর এটা চাঁদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। সময় মাত্র ১২ঘণ্টা।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP