আমাকে কেউ পুরুষ বলে মেনে নিতো না : কারান জোহার

July 26, 2025
By Sub Editor

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলিউডের করণ জোহর পরিচালিত ছবি ‘ধড়ক ২’। ছবি মুক্তির আগে সম্প্রতি জয় শেঠির সঙ্গে একান্ত কথোপকথনে তুলে আনলেন নিজের অতীত। জানালেন, খুব ছোটবেলা থেকেই বুঝতে পারেন, তিনি অন্য সবার চেয়ে আলাদা।

আমি শুধু খেলতে চেয়েছিলাম। দলভুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে নেয়নি। কারণ আমি নাকি ছেলে নই’- আক্ষেপ করে এই কথাগুলো বলেছেন করণ জোহর নিজেই।

করণ জোহর এও বলেছিলেন, ‘আমি আমার বয়সের ছেলে এবং বাচ্চাদের থেকে নিজেকে খুব আলাদা বোধ করতাম। আমাকে বলা হয়েছিল যে আমি একটু বেশিই মেয়েলি। মেয়েদের মতো করে হাঁটতাম, দৌড়াতাম এবং ভিন্নভাবে কথা বলতাম। আমার জীবনের পছন্দ, আমার শখ সবই আলাদা ছিল।’

একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে বলতে বলতে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। সে সময় ওই অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা সন্ধ্যায় নীচে এসে খেলত। আমি শুধু ওই ছেলেদের সঙ্গে থাকতে চাইতাম। আমি ফুটবল দলের অংশ হতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে দলে নেয়নি কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না। আমি অতটা স্পোর্টি ছিলাম না। আমি ছেলে বা পুরুষ ছিলাম না।’

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP