সর্বশেষঃ ভালো ছেলেদের কেন রিজেক্ট করে মেয়েরা
সর্বশেষঃ সেপ্টেমবরের মধ্যে কমানো হবে হার্টের রিংয়ের দাম, অপারেশনে সাশ্রয়
সর্বশেষঃ প্রেমিকাকে ১২২ কোটি টাকা দামের আংটি দিলেন রোনালদো, কি দিয়ে তৈরী এই আংটি
সর্বশেষঃ যৌনতা একটি পবিত্র বিষয়,এটি বাদ দেয়ার মতো নয়: তামান্না ভাটিয়া
সর্বশেষঃ যুদ্ধবিরতির বিনিময়ে অঞ্চল ছাড়তে রাজি নয় ইউক্রেন : জেলেনেস্কি
সর্বশেষঃ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবালয়ের ভিতরে ১০ শিক্ষক নেতা
অভিনেত্রী জয়া আহসানের বৃহস্পতি তুঙ্গে তা নিয়ে মোটেও সন্দেহ নেই। এপার ওপার বাংলা একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সেখানকার ‘ইনডালজ এক্সপ্রেস’ নামে একটি ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। কাজ ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। এ আলাপচারিতায় প্রথমবার জানিয়েছেন—প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া আহসান। কেবল তাই নয়, তারা একসঙ্গে আছেন বলেও জানান এই অভিনেত্রী।
এ আলাপচারিতার এক পর্যায়ে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে
জয়া তার বিশেষ মানুষের নাম জানাননি। তবে তার ‘বিশেষ মানুষ’ অভিনয় জগতের কেউ নন। সিনেমা দুনিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত নয়, এটা হয়ে গেছে বলেও জানান জয়া।
অনেক দিন ধরে পার্টনারের সঙ্গে আছেন জয়া আহসান। তার ভাষায়—“আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, অবশ্যই বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; আমরা সেটা অবশ্যই।”
খানিকটা ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, “সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। সবাই জানেন, অভিনয়শিল্পীদের মধ্যে একটা পাগলামু থাকে, সেগুলোকে সে প্রশ্রয় দেয়। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, সেও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে সিম্পল থাকার চেষ্টা করি।”
প্রেমিককে কবে বিয়ে করছেন? এ প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, “এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।”
তাহলে কী আপনি বিয়ের জন্য প্রস্তুত নন? সঞ্চালকের এমন প্রশ্নের মুখে জয়া আহসান বলেন, “এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। আমার একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে।” এটা কী পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে? জবাবে জয়া আহসান বলেন, “হতেই পারে।”
ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP