আপনার সন্তানের পিছনে টাকা শুধু খরচ নাকি সঞ্চয় ?

November 17, 2024
By Admin

এডুকেশন ইনভেস্টমেন্ট !

আমরা এই ব্যাপারে অনেকেই বুঝি আবার অনেকেই বুঝিনা। বিশেষত আমাদের চেয়ে আমাদের বাবা-মা কিংবা আমাদের অভিভাবকরা এই ব্যাপারটা বেশি বোঝেন। কস্টের সংসারে কেনো বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত স্কুল কিংবা কলেজে আপনি পড়েন ? মধ্যবিত্তের সংসারে কেনো আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান ? ব্যাপারটা কি শুধুই একটা আবদার নাকি আপনি বোঝেন পড়াশুনা একটা ইনভেস্টমেন্ট ! 

বাংলাদেশের অনেক পরিবারেই আমি দেখেছি ছেলে মেয়েদের পড়াশুনার জন্য জায়গা, পরিবেশ, এবং অনেক কিছুই অভিভাবকগন ছাড় দিয়ে থাকেন। আবার অনেক পরিবারকেই দেখেছি অনেক পয়সাওয়ালা পরিবার হলেও ছেলে মেয়ে কে পড়াচ্ছে এমন কোনো প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান সম্পর্কে নিজেও তারা জানেনা। 

ব্যাংকে টাকা জমানোটাই জীবনের মূল ইনভেস্টমেন্ট না। সন্তানদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য আপনি যেখানে যা খরচ করবেন সেটা হতে পারে আপনার মূল ইনভেস্টমেন্ট। শিক্ষার্থী তার ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলোতে ভালমানের পড়াশুনার সাপোর্ট পেয়ে আসছে সেই শিক্ষার্থী থেকে আপনি কখনো নেগেটিভ কিছু আশা করতে পারেন না, কারন পরিবেশ তাকে শিখিয়ে দিবে তার কখন কি করা উচিৎ।

বাবা-মা এর একমাত্র ছেলে "তাবিব" বাংলাদেশ থেকে বিবিএ পাশ করা মাত্রই তারা চিন্তা করেছেন ছেলেটাকে কানাডায় পাঠাবেন। জিগ্যেস করেছিলাম যে একমাত্র ছেলেকে এত দূরের দেশে পাঠানোর কারন কি ! ছেলেতো মেধাবী, ও তো বাংলাদেশেই ভালো করতে পারে! বাবা-মায়ের উত্তর ছিলো এই মেধাটাকে আরো বেশী কাজে লাগাতেই বিদেশে পাঠাচ্ছি, এছাড়া বাংলাদেশে এখনো আমার ছেলেকে খাওয়ায়ে দিতে হয়, তাই নিজের কাজ নিজেকে কিভাবে করতে হয় এবং পড়াশুনার পাশাপাশি কিভাবে সব কিছু সমান ভাবে চালাতে হয় এটা সেখার জন্য আমরা তাকে দেশের বাইরে পাঠাচ্ছি আর টাকা পয়সার কথা ভাবছিনা কারন সন্তানকে প্রতিষ্ঠিত না হতে পারলে টাকা থাকবে ন, সন্তান প্রতিষ্ঠিত হতে পারলে সে নিজেই নিজের জন্য যথেষ্ট হবে। 

(রাকিব হাসান- প্রধান নির্বাহী কর্মকর্তা)
লিডবার্গ এডুকেশন




 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP