আন্দোলনের সেই বাঘিনী কন্যা এবার আসিফের গানের মডেল

November 14, 2024
By Sub Editor

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ফারজানা সিঁথি। পরে ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। সেই সিঁথিকে এবার গানের মডেল বানালেন সংগীতশিল্পী আসিফ আকবর।

 

‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা’— এমন কথার গানে মডেল হিসেবে দেখা যাবে সিঁথিকে। গানটির কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মুখার্জি ও শাদাব আখতার। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এই গানে আসিফের সঙ্গে গেয়েছেন ভারতের নিকিতা গান্ধী।

ফারজানা সিঁথির বিষয়ে আসিফ আকবর বলেন, ‘কোটা আন্দোলনের সময় আমরা ফারজানা সিঁথিকে একভাবে দেখেছি। দেখেছি হইচই করেছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্ক করেছে। মজার বিষয় হচ্ছে, সিঁথির সঙ্গে মেশার পর ভাবলাম, যে মেয়েটাকে আগে দেখেছি, তার একেবারে রিভার্স। সিঁথিকে যখন টেক্সট দেওয়া হলো, যেভাবে সে সাড়া দিয়েছে, সেটাও ছিল চমৎকার।’

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP