আন্দোলনের পর প্রশাসনিক কার্যক্রম ও ক্লাস শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

May 19, 2025
By Sub Editor

তিন দিনের টানা আন্দোলনের পর আশ্বাস পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা স্বাভাবিক ক্লাস-পরীক্ষায় ফিরেছেন। এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২২ জুন থেকে শুরু হবে।

রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলতে দেখা গেছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে ক্লাস, সেমিস্টার ফাইনাল, মিডটার্মসহ প্রশাসনিক কাজও পুরো উদ্যমে শুরু হয়েছে। শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে কিছু বিভাগের পরীক্ষার সময়সূচি পেছানো হলেও ক্লাস কার্যক্রম বন্ধ ছিল না। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, প্রকৌশল দপ্তর এবং পরিবহন পুলে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের মতো কাজে ব্যস্ত দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর কার্যক্রমও ছিল স্বাভাবিক। নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২২ জুন থেকে শুরু হবে।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জানান, আন্দোলন সফল হয়েছে, শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে ফিরেছে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় সফলতা। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP