আজ হতে পারে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি

November 28, 2024
By Sub Editor

সবকিছু ঠিক থাকলে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এর আগে পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দু’একটি বিষয়ে জটিলতা কেটে গেলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে সূত্রটি জানায়, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জটিলতা ছিল। তবে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করায় সে জটিলতা কেটে গেছে। এ ছাড়া কতবার দিতে পারবেন, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা রয়েছে। আজ মাসের শেষ কার্যদিবস হলেও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত এখনও হয়নি। তবে চেয়ারম্যানসহ সবাই আলোচনা করবেন। সিদ্ধান্ত হলে বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

জানা গেছে, ৪৭তম বিসিএসের জন্য জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এবার স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষা, প্রশাসনে, পুলিশ, কাস্টমস, আনসার, ট্যাক্সে এবং পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে। নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৩২৫ জন।

এদিকে ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষায়। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে ৫২০ জনকে নিয়োগ দেবে সরকার। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে পিএসসি। এতে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP