অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ

September 24, 2025
By Sub Editor

দীর্ঘদিন পর আবারও অষ্টম শ্রেণিতে চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষার নীতিমালা, প্রশ্ন কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এবার জুনিয়র বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী-২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

কবে কোন বিষয়ের বৃত্তি পরীক্ষা

প্রকাশিত সূচি অনুযায়ী—প্রথমদিন বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং শেষদিন ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। তিন ঘণ্টার এ পরীক্ষায় প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP