অধ্যাদেশের দাবিতে সাইন্সল্যাব মোড় ১০ মিনিটের জন্য অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

August 06, 2025
By Sub Editor

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে ১০ মিনিটের জন্য সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে করে বেশকিছু সময়ের জন্য মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ‘স্বল্পমাত্রার অবরোধ’ চালিয়ে যান শিক্ষার্থীরা। আজ তাদের নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।

প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার (৬ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন।

এদিন বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটকে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত তারা মিরপুর সড়কে যান চলাচল বন্ধ করে রাখেন।

এর আগে, সকাল ১০টার পর থেকেই ঢাকা কলেজের মূল ফটকে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আয়োজকদের ভাষ্য, শুরুতে ১৮০ থেকে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিলেন।১১টার দিকে তাদের নিয়েই মিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন। ‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

গত ২৬ মার্চ রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নতুন নাম দেয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP