স্বাস্থ্য ও চিকিৎসা

২৮ ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে মেয়াদোত্তীর্ণ ফাইজারের টিকা কার্যক্রম

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ ফাইজারের টিকা আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে কাউকে দেওয়া হবে না। তবে শিশুদের ফাইজার ও বড়দের সিনোফার্মসহ অন্যান্য টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অধিদপ্তরের টিকা শাখার লাই ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. সাইদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়াদোত্তীর্ণ টিকার ঘাটতি পূরণে আগামী এক মাসের মধ্যে ফাইজারের বিশেষ টিকা আমদানির ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, কোনো টিকার মেয়াদ শেষ হলে সেগুলোর প্রয়োগ বন্ধ হবে, এটাই স্বাভাবিক। এজন্য ঘোষণা দেওয়ার কিছু নাই। করোনা টিকার সঠিক ব্যবহার ও অপচয় রোধে আগে বিশেষ ক্যাম্পেইন করে জেলায় জেলায় দেওয়া হয়েছে। এরপরও কিছু উদ্বৃত্ত থাকলে সেই সংখ্যা খুবই অপ্রতুল।

তবে কত টিকা মেয়াদোত্তীর্ণ ও কত সংখ্যক মজুদ রয়েছে নথিপত্র না দেখে বলা সম্ভব হচ্ছে না। দৈনিক কত টিকা প্রয়োগ হচ্ছে, কত সংখ্যক মুজদ রয়েছে আমাদের কাছে নিয়মিত আপডেট রিপোর্ট আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *