সাজেশন

নবম শ্রেণি – বাংলা ১ম পত্র | প্রতিদান

প্রতিদান

৩১. জসীমউদ্​দীন ‘পল্লিকবি’ হিসেবে খ্যাত কেন?

ক. পল্লির রূপবৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে

খ. পল্লির মানুষের আনন্দ তুলে ধরেছেন বলে

গ. পল্লির মানুষের সমাজচিত্রকে বোঝেন বলে

ঘ. পল্লির মানুষের সঙ্গে বাস করেছেন বলে

৩২. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?

ক. কবির আপন কেউ না থাকায়

খ. কবি সবাইকে আপন ভাবেন বলে

গ. কবি অসহায় বলে

ঘ. কবিকে পর করেছে বলে

৩৩. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?

ক. ঘুম হরণের জন্য

খ. কবিতা লেখার জন্য

গ. শত্রুর ভয়ে

ঘ. জোনাকি পোকা দেখার জন্য

৩৪. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?

ক. কবি সৌন্দর্যের পূজারি বলে

খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে

গ. কবিকে কাঁটা দিয়েছে বলে

ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে

৩৫. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বিষের পেয়ালা

খ. হিংসাত্মক কথা

গ. বিষের ছুরি

ঘ. বিষের বোতল

৩৬. ‘সাজাই নিরন্তর’ বলতে কী বোঝায়?

ক. প্রকাশ করা

খ. সৃষ্টি করা

গ. নতুনের আগমন

ঘ. ধ্বংস করা

৩৭. কবি জসীমউদ্​দীন ‘ঘুম হরণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. ঘুম কেড়ে নেওয়া

খ. নিঘু​র্ম রাত কাটানো

গ. ঘুম না আসা

ঘ. ঘুমে কাতর

৩৮. জসীমউদ্​দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে?

ক. বিদেশি শব্দের ব্যবহার

খ. বহু ভাষার মিশ্রণ

গ. বাংলার গ্রামীণ জীবনের আবহ

ঘ. শহুরে জীবনের আবহ

৩৯. কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য—

i. তাদের ঘর বাঁধতে চান

ii. ফুল দান করেন

iii. তাদের কূল বাঁধেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. ‘প্রতিদান’ কবিতায় কবির ফুল দানে যে দিকটি ফুটে উঠেছে—

i. ক্ষমার মহত্ত্ব

ii. প্রতিশোধপরায়ণহীনতা

iii. উদার ভালোবাসা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

প্রতিদান: ৩১.ক ৩২.ঘ ৩৩.ক ৩৪.গ ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

সূত্র : প্রথমআলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *