স্বাস্থ্য ও চিকিৎসা

১৮ বছর হওয়ার আগেই গর্ভবতী হয় দেশের ৫৬ শতাংশ নারী

দেশে ৫৬ শতাংশ কিশোরী প্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের আগেই গর্ভধারণ করছেন। এসব কিশোরীরা বাল্যবিয়ের শিকার। শুধু তাই নয়, তারা পরিবার ও সমাজের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হন। ফলে বাড়ছে পারিবারিক সহিংসতা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন চিকিৎসকরা। পেডিয়াট্টিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনকোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএজিএসবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

এসময় পিএজিএসবির সভাপতি অধ্যাপক ডা. কোহিনুর বেগম বলেন, ১০-১৯ বছরের কিশোর-কিশোরীদের গাইনোকোলজিক্যাল যেসব সমস্যা হয়, সেগুলো চিহ্নিত করার ব্যবস্থা আমাদের নেই। দেশে এই বয়সীর সংখ্যা এক-পঞ্চমাংশ। তারা প্রজনন ক্ষমতা, গর্ভধারণ, মানসিক স্বাস্থ্য, পুষ্টিহীনতা এবং নানাভাবে শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হন। এসব সমস্যা চিহ্নিত করে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *