বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

এবারেও সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে জিএসটি (সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শুক্রবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ড. মো. ইমদাদুল হক বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের এবং প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

এদিকে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে তিন লাখ তিন হাজার ২৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞানে। তবে গত বছরের তুলনায় এবার ভর্তিচ্ছু শিক্ষার্থী কমেছে। গতবারের তুলনায় আবেদন কমেছে প্রায় ১৯ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *