বিদেশ শিক্ষা সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউতে সবচেয়ে বেশি জিজ্ঞাসাকৃত ৩০ টি প্রশ্ন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ভিসার জন্য ইন্টারভিউ। কেননা ভিসা ইন্টারভিউয়ের পরই এম্বাসির ভিসা অফিসার ইউএসএ(USA) তে যাওয়ার জন্য আপনাকে যোগ্য মনে করে থাকলে ভিসা দিবে অথবা আপনাকে রিজেক্ট করে দিবে। তাই এই ধাপটি শিক্ষার্থীদের জন্য অনেক অনেক বেশি গুরত্বপূর্ণ। আপনার দীর্ঘদিনের স্বপ্নে পানি ঢালতে কিংবা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই একটি ইন্টারভিউই যথেষ্ট। সাধারণত সরকারি চাকরীর ভাইবার মতো USA visa interview এর জন্য বাজারে কোন গাইড বই নেই। আর প্রার্থীগন ঠিকঠাক ইন্টারভিউ দেন তারা ভিসা পাওয়ার পরই আমেরিকাতে উড়াল দেন তাই তাদের কাছ থেকে যানা সম্ভব নয়, আর যারা রিজেক্ট হচ্ছেন তারাও ঠিক জানে না ঠিক কোন প্রশ্নের কোন জবাবের কারণে তাদের ভিসা রিজেক্ট হচ্ছে।

তাই শিক্ষার্থীদের এই সংকট থেকে ত্রাতা হিসেবে একাডেমিক ডায়েরি দেশের এবং দেশের বাইরে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলে ভিসা ইন্টারভিউের সেই মিসিং পাজলটি খুঁজে বের করার চেষ্টা করেছি এবং এ ব্যাপারে আমাদের সাহায্য করেছেন লিডবার্গ এডুকেশনের সিনিয়র এডমিশন এক্সিকিউটিভ ও ভিসা অফিসার তৌফিক রায়হান। শিক্ষার্থীদের জন্য USA ভিসা অফিসার কর্তৃক বহুল জিজ্ঞাসাকৃত ৩০ টি প্রশ্ন হুবুহু তুলে ধরা হলো :

  1. Why are you going to the USA?
  2. What will be your major
  3. Why USA? Why not Canada, Australia, UK?
  4. How many universities did you apply? What are they? Which university are you going to?
  5. How did you hear about/find this university? How did you apply for this university
  6. After your graduation what will you do? What’s your plan?
  7. Why did you choose this university?
  8. Which subject are you taking in the first semester? Do you know your Course Curriculum?
  9. Do you know your professor at that University? What are their names?
  10. Who is your Sponsor? What does your sponsor do? What is his monthly / Yearly Income / How many people working under your sponsor business?
  11. What do you do? Who is your current employer/ Profession
  12. Why did you change your field?
  13. What did you do after your last Graduation? Why are you planning to continue your education?
  14. How will this study program relate to your past work/Study?
  15. How will you manage the cultural and educational differences in the US?
  16. Why did you choose this course?
  17. Why did you change your field?
  18. What is your yearly tuition fee?
  19. If you run out of your funding, what will you do?
  20. Why should I grant your Visa? What will you do if your US visa is rejected?
  21. Do you know the weather of the state where your university is located (California/New York)?
  22. Do you some famous places in that state?
  23. Do you have any travel history?
  24. If I approve your visa how will you reach your university?
  25. Where you will stay in the USA from the Airport?
  26. How will you finance your studies?
  27. What are your long-term career goals?
  28. Do you have any strong ties to your home country? Or will you return to your country after finish your study?
  29. Are you familiar with the cost of living in the United States?
  30. How will you contribute to the campus or local community or country?

এডমিশন অফিসার জনাব তৌফিক রায়হানের মতে কেউ যদি ঠিকঠাক ভাবে এই ৩০ টি প্রশ্নের উত্তর আগে থেকেই গুছিয়ে রাখে এবং সততা ও আত্নবিশ্বাসের সাথে ভিসা অফিসারের সামনে উপস্থাপন করতে পারে তাহলে তার USA ভিসা হওয়ার সম্ভাবনা শতভাগ।

লিডবার্গ এডুকেশন তার সকল শিক্ষার্থীদের জন্য ভিসা ইন্টারভিউয়ের আগে মক ইন্টারভিউের আয়োজন করে থাকে। সেখানে অভিজ্ঞ ও সিনিয়র অফিসারগন শিক্ষার্থীর সাথে one to one সেশন পরিচালনা করে থাকেন। প্রপার গ্রুমিং ও সঠিক গাইডলাইনের মাধ্যমে কিভাবে আত্মবিশ্বাসের সাথে ভিসা ইন্টারভিউয়ারের সকল ক্রিটিকাল প্রশ্ন সঠিক ও সুন্দরভাবে উত্তর দিয়ে ভিসা নিশ্চিত করা যায় সে ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করেন।

শিক্ষার্থীদের সেবা দানের জন্য এখানে রয়েছে ইমিগ্রেশন ‘ল এর উপর ডিগ্রীপ্রাপ্ত অফিসার। তাই আমেরিকার ভিসা প্রসেসিং, ইন্টারভিউ ও উচ্চশিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য জানতে এখনই মেসেজ দিন এখানে

এছাড়া বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *