বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

সমন্বিত ভর্তি পরীক্ষা (জিএসটি) বা গুচ্ছের বাহিরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার অনুমোদন, রুটিন এজেন্ডা, পিএইচডি কার্যক্রম, সান্ধ্যকালীন আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটিই সব শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি নানা অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছপ্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সিদ্ধান্তের পরের তিন দিনের মধ্যে একক পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

এ সময় তারা বলে, এবারও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়, তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।

প্রসঙ্গত, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছপদ্ধতির বিপক্ষে অবস্থান নিলেও, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে।

এদিকে ২০২২-২৩ শিক্ষবর্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশে ফের গুচ্ছপদ্ধতিতে অংশ নেয় ইবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *